Site icon Jamuna Television

সব রেকর্ড ভেঙে টাকার বিপরীতে ডলারের দাম সর্বোচ্চ

প্রতীকী ছবি।

পূর্বের সব রেকর্ড অতিক্রম করেছে ডলারের দাম। এক দিনের ব্যবধানে দাম বেড়েছে ৫০ পয়সারও বেশি। সোমবার (১৩ জুন) ৯২ টাকা ৫০ পয়সায় পাওয়া যাচ্ছে ১ টাকা। এর আগে ডলারের বিপরীতে টাকার দাম এত কমেনি। মূলত, ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেয় কেন্দ্রীয় ব্যাংক। সোমবার ৯২ টাকা ৫০ পয়সাকে বিবেচনায় নিয়েছে। এই দামেই ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

গত বেশ কয়েক সপ্তাহ ধরেই ডলারের দাম ঊর্ধ্বগতি। টাকার মান কমে যাওয়ায় মূল্যস্ফীতি দেখা দিয়েছে দেশে। বিভিন্ন নিত্যপণ্য থেকে শুরু করে বেড়েছে সবকিছুর দাম। নতুন করে দাম বাড়ছে মশলারও। অবশ্য টাকার মান ঠিক রাখতে সরকারি উদ্যোগে কর্মকর্তাদের বিদেশভ্রমণ বন্ধ থেকে শুরু করে আমদানি নির্ভর বিভিন্ন দ্রব্যে অতিরিক্ত করারোপসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। তবে তাতেও ধরে রাখা যাচ্ছে না টাকার মান।

বরাবরই বলা হচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যস্ফীতি এখন সারা বিশ্বে। এরই নজির হিসেবে গত ৪০ বছরের ইতিহাসে সর্বোচ্চ মূল্যস্ফীতির সম্মুখীন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও এর কারণ হিসেবে রুশ-ইউক্রেন যুদ্ধের দিকে ইঙ্গিত দিয়েছেন।

এসজেড/

Exit mobile version