Site icon Jamuna Television

রাঙামাটিতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

বজ্রপাতে নিহত অর্ক চাকমা (২২)।

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে অর্ক চাকমা (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) সন্ধ্যায় ঝড়ো-বাতাসের সাথে বজ্রপাত শুরু হলে আকস্মিক বজ্রপাতেই তিনি মারা যান বলে জানা গেছে। অর্ক চাকমা বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ৫নং ওয়ার্ডের পূর্বহিরাচর এলাকায় বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তার পারিবারিক পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, অর্ক চাকমা রাঙামাটি সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র ছিলেন। তার অকাল মৃত্যুতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

নিহত অর্ক চাকমার সহপাঠী বিধান চাকমা জানান, সোমবার সন্ধ্যার দিকে এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ঝড়ো-বাতাস আর বজ্রপাতের কবলে পড়েন তারা। এ সময় বজ্রপাতে অর্ক মারা যায়। আমরা তার মৃত্যুতে গভীর শোক ও তার আত্মার সদগতি কামনা করছি।

৩০ নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুল বিহারী চাকমা জানান, বিকেল পাঁচটার দিকে প্রচুর ঝড় বাতাস হয়, তখন বজ্রপাতে অর্ক চাকমা মারা যান। পরে মৃতের পরিবার মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version