Site icon Jamuna Television

চট্টগ্রামে তুলার কন্টেইনারে ধোঁয়া দেখে আতঙ্ক

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের একটি বেসরকারী ডিপোতে রাখা তুলার কন্টেইনারে ধোঁয়া দেখেই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে ডিপো ও আশেপাশের মানুষের মধ্যে।

সোমবার (১৩ জুন) রাত পৌনে নয়টার দিকে নগরীর পতেঙ্গায় অবস্থিত কনটেইনার ডিপোটিতে এ ঘটনা ঘটে। তবে একই সময় নগরীতে বৃষ্টিপাত ও ফায়ার সার্ভিসের সদস্যরা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসায় ঘটনা আর বড় হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, ডিপোতে থাকা একটি তুলা ভর্তি কন্টেইনারে ধোঁয়া দেখা দেয়। এ সময় সবার মধ্যে আগুন আতঙ্ক দেখা দেয়। কিন্তু, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে ঠিক কী কারণে সেখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছে সেটি জানাতে পারেনি সংস্থাটি।

এর আগে, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর এক পর্যায়ে সেখানে থাকা রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার হয়েছে। আহত হন কয়েকশো মানুষ। আহতরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

/এসএইচ

Exit mobile version