Site icon Jamuna Television

এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে হাটহাজারীর যুন-নুরাইন মাদরাসার আগুন

প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট ইডেন সিটি সংলগ্ন যুন-নুরাইন মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার কফিল উদ্দিন।

জানা গেছে, রাত ৯টা ১০ মাদরাসায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখে আতঙ্কিত হয়ে ৯৯৯ এ ফোন দিলে হাটহাজারি ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

/এসএইচ

Exit mobile version