Site icon Jamuna Television

আবারও করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সংগৃহীত ছবি

দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় সোমবার (১৩ জুন) তার শরীরে শনাক্ত হয় ভাইরাসটি। এরপরই তাকে আইসোলেশনে রাখা হয়।

এক টুইট বার্তায় ট্রুডো নিজেই জানিয়েছেন এই তথ্য। বলেন, এখন পর্যন্ত শরীরে কোনো জটিলতা তৈরি হয়নি। বাসাতেই রয়েছেন তিনি, আর চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ সময় তিনি সবাইকে করোনা টিকা নেয়ার আহ্বান জানান।

যদিও আগেই তিনি করোনার বুস্টার ডোজ নিয়েছেন। মার্কিন গণমাধ্যম বলছে, গেলো বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেছিলেন ট্রুডো। তবে বাইডেনের শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানায়নি হোয়াইট হাউজ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে করোনা শনাক্ত হয় কানাডার প্রধানমন্ত্রীর শরীরে।

/এমএন

Exit mobile version