Site icon Jamuna Television

‘ফুটবল থেকে পাওয়া আমার ভাই’; যাকে বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো-মার্সেলো, একসঙ্গে খেলেছেন নয় মৌসুম। ফুটবল মাঠে তারা ছিলেন দুর্দান্ত জুটি। মাঠের বাইরেও সম্পর্কটা কেমন, তা স্পষ্ট ফুটে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর টুইটে।

দীর্ঘ সময় তারা খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। এরমধ্যে রোনালদো ২০১৮-এ বিদায় নিলেও মার্সেলোর সঙ্গে ক্লাবটির সম্পর্ক শেষ হয়েছে গতকাল।

ব্রাজিলিয়ান এ লেফটব্যাক রিয়াল ছাড়ার পর তাকে আবেগতাড়িত ভাষায় বিদায়ী শুভেচ্ছা জানান পর্তুগিজ তারকা। টুইট বার্তায় সিআর সেভেন বললেন, ‘সতীর্থের চেয়েও বেশি কিছু, ফুটবল থেকে পাওয়া আমার ভাই। মাঠ ও মাঠের বাইরে সর্বকালের অন্যতম সেরা তারকা, যার সঙ্গে আমি আনন্দে ড্রেসিংরুম ভাগ করতে পারি। নতুন রোমাঞ্চে নিজের সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ো, মার্সেলো!’

/এমএন

Exit mobile version