Site icon Jamuna Television

প্লে অফে পেরুকে হারিয়ে কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে পেরুকে টাইব্রেকারে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া।

কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে রাতে আন্তঃমহাদেশীয় প্লে-অফে পেরুর মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। রক্ষণ সামলে ম্যাচের ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে গোল করতে ব্যর্থ হয় দুই দলই। ম্যাচের ১২০ তম মিনিটে নিয়মিত গোলরক্ষক ম্যাট রায়ানকে তুলে রেডমাইনকে মাঠে নামান অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড। সফল হয় কোচের পরিকল্পনা।

ছবি: সংগৃহীত

টাইব্রেকারের একটি করে শট মিস করে দুই দল। এরপর সাডেন ডেথে পেরুর ভালেরার শট ঠেকিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যান বদলি কিপার রেডমাইন। সেখানে ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়া।

আরও পড়ুন: ‘ফুটবল থেকে পাওয়া আমার ভাই’; যাকে বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো

/এম ই

Exit mobile version