Site icon Jamuna Television

পুরুষ সহকর্মীকে ‘হ্যান্ডসাম’ বলায় চাকরি গেল টিভি উপস্থাপিকার!

স্থানীয় সিটি করপোরেশন নির্বাচনের খবর নিয়ে বুলেটিন চলছিল টিভিতে। রিপোর্টার স্পট থেকে লাইভ সংযুক্ত হবেন উপস্থাপিকার সাথে। তখন রিপোর্টারের মনে হল তার মাথার ‘পাগড়ি’ (আরব পরিবাষায় ‘তুব’) ঠিক মতো বসানো হয়নি।

তাই ক্যামেরার সামনে দাঁড়িয়েই ওটা ঠিক করতে লাগলেন। ততক্ষণে ক্যামেরা ‘অন এয়ার’ হয়ে গেছে। অর্থাৎ দর্শকরা রিপোর্টারকে দেখতে পাচ্ছেন। যদিও রিপোর্টার তা টের পাননি। টিভি লাইভে দাঁড়িয়ে নিজের পরনের কাপড় ঠিক করছেন- বিষয়টা সুন্দর দেখাচ্ছেন না। তাই খুব স্বাভাবিকভাবে উপস্থাপিকা রিপোর্টারের উদ্দেশে বলে উঠলেন, ‘নওয়াফ, কাপড় ঠিক করা লাগবে না, আপনাকে খুব এমনিতেই হ্যান্ডসাম লাগছে।’

ঘটনা এটুকুই। কিন্তু এটাকেই বিরাট ‘অপরাধ’ হিসেবে নিয়েছে কুয়েতের তথ্য মন্ত্রণালয়। দেশটির ‘চ্যানেল ওয়ান’ নামক টিভির উপস্থাপিকতা বাসিমা আল শাম্মারকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।

লাইভ ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। কেন লাইভে এভাবে পুরুষ সহকর্মীকে ‘হ্যান্ডসাম’ বলবেন উপস্থাপিকা! অবশ্য বাসিমার পক্ষেও অনেকে দাঁড়িয়েছেন। কিন্তু তাতে তার চাকরি রক্ষা হয়নি।

মূলত একজন এমপি বাসিমার বিপক্ষে অবস্থান নেয়ায়ই তার চাকরি গেছে বলে জানিয়েছে আল আরাবিয়া টিভি।

Exit mobile version