Site icon Jamuna Television

অধিকার আদায়ে আয়োজিত মানববন্ধনে দাঁড়িয়ে কলেজশিক্ষকের আকস্মিক মৃত্যু

টাঙ্গাইলে আয়োজিত সেই মানববন্ধন।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে সেখানেই আইয়ুব আলী খান (৫৫) নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত আইয়ুব আলী জেলার কালিহাতী শাজাহান সিরাজ কলেজের কৃষিশিক্ষা বিভাগের প্রদর্শক পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে টাঙ্গাইলের আদালত চত্বরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের টাঙ্গাইল জেলার সভাপতি একেএম আব্দুল আউয়াল বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আইয়ুব আলী ওই মানববন্ধনে অংশ নেন। এ সময় তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই শিক্ষক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক খালিদ হক তমাল বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কী কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব না।

এসজেড/

Exit mobile version