Site icon Jamuna Television

ইরানকে পরমাণু চুক্তিতে ফেরাতে সমঝোতার চেষ্টা যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। (ছবি: সংগৃহীত)

ইরানকে পরমাণু চুক্তিতে ফেরাতে সমঝোতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৪ জুন) এমন তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। খবর ব্লুমবার্গের।

ব্লিংকেন বলেন, মিত্র দক্ষিণ কোরিয়াকে সাথে নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন, আলোচনাও প্রায় শেষে পথে। তবে তেহরান আলোচনায় বাইরের ইস্যু টেনে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ব্লিংকেন। এ কর্মসূচিতে ইরানের পুনরায় যোগদানের বিষয়টিও পুরোপুরি ইরানের ওপর নির্ভর করে বলেও মনে করছেন তিনি।

সম্প্রতি তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য জুড়ে বেড়েছে উত্তেজনা। চুক্তি পুনর্বহাল করতে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে তেহরান।

/এসএইচ

Exit mobile version