Site icon Jamuna Television

কুমিল্লা সিটি নির্বাচনে কোন মেয়র প্রার্থী কোথায় ভোট দেবেন

রাত পোহালেই কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয় মেয়াদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবারের (১৫ জুন) এই নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তার জন্য রাখা হয়েছে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তবে শঙ্কা কাটেনি স্বতন্ত্র প্রার্থীদের। যদিও সরকার দলীয় প্রার্থীর দাবি, তাদের দ্বারা বিঘ্ন হবে না আইনশৃঙ্খলা।

আগামীকালের ভোটযজ্ঞে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত সকালের দিকে ভিক্টোরিয়া কলেজ রোডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভোট দেবেন। সকালের দিকেই স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

এদিকে নির্বাচন ঘিরে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর শঙ্কা, নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিতে পারে প্রতিপক্ষের লোকজন। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কঠোর আইন প্রয়োগের দাবি তার।

আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন একই আশঙ্কা করে বলেন, সরকার দলীয়রা ভোট লুটের পরিকল্পনা করছে। তবে, এমন আশঙ্কা নেই বলে দাবি করে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। বলেন, তারাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না।

তবে, স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচল করতে পারবে না। তবে এ সময়ে জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি ও সাংবাদিকরা মোটরসাইকেল চালানোর অনুমতি পাবেন।

এ ভোটের লড়াইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ৩ হাজার ৬০৮ জন সদস্য নিয়োজিত থাকবেন। ২৭টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, ২৭টি র‍্যাবের টিম, ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে থাকছেন। এছাড়া ২টি রিজার্ভ টিম থাকবে।

সিলেট, চট্রগ্রাম, ফেনী, বান্দরবান ও মৌলভীবাজার থেকে কুমিল্লায় আনা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এবার কুসিকের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে। এই সিটি করপোরেশনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

জেডআই/

Exit mobile version