Site icon Jamuna Television

সুস্থ হচ্ছেন জাস্টিন বিবার

জাস্টিন বিবার।

আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন পপ তারকা জাস্টিন বিবার। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানালেন ভক্তদের।

সম্প্রতি পপ তারকা জাস্টিন বিবার এক ভিডিও বার্তায় জানান, তার মুখের একপাশ অবশ হয়ে গেছে, যার জন্য তিনি কিছু কনসার্টও বাতিল করেন। ২৮ বছর বয়সী বিবার র‍্যামজে হান্ট সিনড্রোমে ভুগেছিলেন। এবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন তিনি।

সম্প্রতি ইন্সটাগ্রামে নিজেই জানালেন নিজের সুস্থতার খবর। তিনি বলেন, আমি জানতাম ঈশ্বর আমার সাথে আছেন। দুবাইয়ে বাতিল হওয়া সে কনসার্টে আবার অংশ নেবেন তিনি। ইতোমধ্যেই অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে বিবারের আসন্ন কনসার্টের। কনসার্টগুলোকে সামনে রেখে বিবার আপাতত বিশ্রামে আছেন বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version