Site icon Jamuna Television

আসছে স্কুইড গেমের দ্বিতীয় সিজন

ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

নেটফ্লিক্সে আসার ১২ দিনের মধ্যেই গোটা দুনিয়ার দর্শকদের কাঁপিয়ে দিয়েছিল সিরিজটি। এবার সেই স্কুইড গেমের দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দিলো নেটফ্লিক্স। ইতোমধ্যে প্রকাশ করেছে একটি টিজারও।

জানা গেছে, জি হুন চরিত্রে লিং জুং জাইকেই দেখা যাবে আবার। ভয়ানক এ খেলাটাকে যেকোন মূল্যে বন্ধ করবেন বলে যিনি প্রতিজ্ঞা করেন গত সিজনের শেষ পর্বে। পুরনো মুখের সঙ্গে দ্বিতীয় সিজনের খেলায় যোগ হবে নতুনরাও। গতবারের মতো এবারও স্ট্রিমিং প্ল্যাটফর্মের ইতিহাসে সব রেকর্ড ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার পালা।

/এসএইচ

Exit mobile version