Site icon Jamuna Television

কুসিক নির্বাচনে যেই কেন্দ্রে ভোট দেবেন আলোচিত সংসদ সদস্য বাহার

রাত পোহালেই কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয় মেয়াদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবারের (১৫ জুন) এই নির্বাচনে আলোচিত সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ভিক্টোরিয়া কলেজিয়েট কেন্দ্রে ভোট দিবেন।

গত ৮ জুন কুসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তখন এলাকা ছাড়েননি এই সংসদ সদস্য। উল্টো ইসির নির্দেশনা চ্যালেঞ্জ করে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ইসির প্রতি রুল জারি করেছেন।

পরে গত ১২ জুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, আ ক ম বাহাউদ্দিন বাহার এলাকা না ছাড়লে নির্বাচন কমিশনের আর তেমন কিছু করার নেই।

প্রসঙ্গত, আগামীকালের ভোটযজ্ঞে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত সকালের দিকে ভিক্টোরিয়া কলেজ রোডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভোট দেবেন। সকালের দিকেই স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

জেডআই/

Exit mobile version