Site icon Jamuna Television

৯৪ বছর পর ঘরের মাঠে সবচেয়ে বাজে হার ইংল্যান্ডের

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে হাঙ্গেরি। পরপর দুই ম্যাচে ইংলিশদের হারানোর কির্তি গড়া পুস্কাস উত্তরসূরীরা দখল করেছে এই লিগের গ্রুপ ‘থ্রি’ এর শীর্ষস্থান। অন্যদিকে চার ম্যাচের সবকটিতেই জয়হীন ইংল্যান্ড পড়েছে রেলিগেশনের ঝুঁকিতে।

১৯২৮ সালের পর ঘরের মাঠে সবচেয়ে বড় হারের মুখ দেখলো ইংল্যান্ড। বিশ্বকাপের বছরে থ্রি লায়ন্সদের এমন পারফরমেন্সে স্বাভাবিকভাবেই স্বস্তিতে নেই কোচ সাউথগেট। আর ১০ দিনের মধ্যে ইংলিশদের বিপক্ষে দুই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে হাঙ্গেরি। ম্যাচের ১৬ মিনিটে সফরকারীদের এগিয়ে নেন রোলান্ড সালাই। ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। আর শেষ ১০ মিনিটে স্বাগতিকদের জালে আরও দু’বার বল পাঠিয়ে বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে সফরকারীরা।

ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে হাঙ্গেরির এটি দ্বিতীয় জয়। প্রথম জয়টি এসেছিল ১৯৫৩ সালে এক প্রীতি ম্যাচে। এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে হাঙ্গেরি।

/এমএন

Exit mobile version