Site icon Jamuna Television

দেশের দেড় শতাধিক ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি নির্বাচনের পাশাপাশি সারাদেশের দেড় শতাধিক ইউনিয়ন পরিষদ, ৫ পৌরসভা ও ৪টি উপজেলা পরিষদেও ভোট নেয়া হচ্ছে।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। যে ৫টি পৌরসভায় ভোট নেয়া হচ্ছে সেগুলো হলো গোপালগঞ্জ, মুকসুদপুর, সিলেটের বিয়ানীবাজার, রাঙ্গামাটির বাঘাইছড়ি ও মেহেরপুর। খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদেও ভোট নেয়া হচ্ছে।

এছাড়া দিনাজপুরের খানসামা, সিলেটের গোলাপগঞ্জ ও নেত্রকোণার মদন উপজেলা পরিষদের কয়েকটি শূন্য পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএন

Exit mobile version