Site icon Jamuna Television

ইভিএম ডিস্টার্ব করছে: সাক্কু

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ডিস্টার্ব করছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর হোচ্চা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু এ মন্তব্য করেন। এ সময় সাংবাদিকদের বলেন, মেশিনে টিপ দিলে ছবি (প্রতীকের) উঠছে না। প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি।

সাক্কু বলেন, ভোটের পরিবেশ মোটামুটি সুষ্ঠুর মতোই দেখছি। বৃষ্টি হচ্ছে। আবহাওয়া ভালো হলে আরও বেশি মানুষ আসতে পারতেন। ভোট সুষ্ঠুভাবে হলে জয়ী হবেন বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার ২ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

/এমএন

Exit mobile version