Site icon Jamuna Television

অ্যান্টিগায় ভালো কিছুর প্রত্যাশায় ডোমিঙ্গো

রাসেল ডোমিঙ্গো। ফাইল ছবি।

শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজ। বৃহস্পতিবার (১৬ জুন) থেকে অ্যান্টিগায় শুরু হতে যাওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ভালো কিছুর প্রত্যাশা করেছেন টাইগারদের কোচ রাসেল ডোমিঙ্গো। পেস বোলিংয়ের স্বর্গভূমি উইন্ডিজে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে সাকিব বাহিনী।

ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং ভালোভাবেই পরখ করেছে বাংলাদেশ। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলি রাব্বি। তবে নতুন অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে ক্যারিবীয়দের মাটিতে ভালো কিছুর প্রত্যয় রয়েছে টাইগারদের। সামগ্রিক প্রস্তুতিতে খুশি দলের কোচ রাসেল ডোমিঙ্গো।

বাংলাদেশের হেড কোচ বলেন, কন্ডিশনের সাথে মানিয়ে নিচ্ছে পুরো দল। খুব ভালোভাবেই অনুশীলন পর্বগুলো পার করছি আমরা। আশা করছি অ্যান্টিগা টেস্টে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।

আরও পড়ুন: বিফলে হাসারাঙ্গার অলরাউন্ড পারফরম্যান্স, ম্যাক্সওয়েল তাণ্ডবে জয় অস্ট্রেলিয়ার

/এম ই

Exit mobile version