Site icon Jamuna Television

বাংলাদেশ একমাত্র দেশ, যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ, যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৫ জুন) সকালে কৃষক লীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। বলেন, পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আওয়ামী লীগ দেশের চিন্তা করে। মানুষের চিন্তা করে।

প্রধানমন্ত্রী আরও জানান, আওয়ামী লীগ ১৯৮৫ সাল থেকে প্রতি বছরের পহেলা আষাঢ় থেকে ৩ মাস পর্যন্ত বৃক্ষরোপন করে আসছে। সরকারি অফিসসহ সবাইকে ছাদ বাগান করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গণভন চত্বরে ছাতিম, সফেদা ও হরিতকির চারা রোপন করেন তিনি।

/এমএন

Exit mobile version