Site icon Jamuna Television

পটুয়াখালী‌তে সরকারি কর্মকর্তা মেম্বার প্রার্থীর এজেন্ট হওয়ায় জরিমানা

স্টাফ রি‌পোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালী‌তে এজেন্ট বের করে দেয়া, সরকারি কর্মকর্তা এজেন্ট হওয়াসহ কেন্দ্রে বহিরাগত প্রবেশের দা‌য়ে জরিমানা আদায়ের মধ্য দি‌য়ে ভোট গ্রহণ চলছে। বুধবার সকাল ৮টায় জেলার ৩‌টি উপজেলার ৮‌টি ইউনিয়নে এক‌যো‌গে ইভিএম মে‌শি‌নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ত‌বে প্রতি‌টি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাক‌লেও স্বল্প সম‌য়ে ভোট দি‌তে পারায় অনেকেই খুশি।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত গড়ে ত্রিশ থে‌কে পঁয়ত্রিশ ভাগ ভোট প‌ড়েছে ব‌লে জানান জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি সা‌হানুর খান। তি‌নি জানান, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। কোথাও কোনো ধরনের গোল‌যো‌গ বা অনিয়মের অভি‌যোগ পাওয়া যায়‌নি।

ত‌বে জেলা ইসলামি আন্দোল‌নের সাধারণ সম্পাদক ও‌হিদুজ্জামান অভিযোগ ক‌রেন, সদর উপজেলার ইটবা‌ড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড কেন্দ্রে তা‌দের দ‌লের হাতপাখা প্রতীকের একজন এজেন্টকে কেন্দ্র থে‌কে বের ক‌রে দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থী মোজা‌ম্মেল জমাদ্দার নিজে। এমনকি এ ধরনের অভি‌যোগ এনে তি‌নি সামাজিক যোগা‌যোগ মাধ্যমেও স্ট্যাটাসও দিয়েছেন।

এ ব্যাপা‌রে ওই ইউনিয়নের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা জাকা‌রিয়া অভি‌যোগ ক‌রেন, গতকাল রা‌তে ওই কেন্দ্রে আমার এজেন্ট আবুল বাশারের নাম দি‌য়ে আসছিলাম প্রিজাইডিং অ‌ফিসা‌রের কা‌ছে। কিন্তু সকা‌লে কে‌ন্দ্রে আবুল বাশার প্রবেশ কর‌লে নৌকাপ্রার্থী নি‌জে বাশার‌কে কেন্দ্র থে‌কে বের ক‌রে দেয়।

জান‌তে চাই‌লে ওই কে‌ন্দ্রের প্রিজাইং‌ডিং অফিসার মো. সা‌য়েম মোল্লা জানান, আবুল বাশা‌রের নাম এ‌জেন্ট‌দের তালিকায় থাক‌লেও সকা‌লে তি‌নি আসেননি। এখন য‌দি কেউ ব‌লে এজেন্ট বের ক‌রে দি‌য়ে‌ছে তাহ‌লে সেটা তার ব্যাপার। কিছুক্ষণ আগে ডি‌সি স‌্যা‌রেও আমা‌কে ফোন দি‌য়ে একই কথা জিজ্ঞাসা করেছেন তা‌কেও আমি সেইম কথা ব‌লে‌ছি।

এদিকে পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলি ইউনিয়নে ভোট কেন্দ্রে প্রবেশের দায়ে দুই বহিরাগতকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে তা‌দের নাম জানা যায়নি।

অপরদিকে, পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে মোটরসাইকেল নিয়ে প্রবেশের দায়ে মো. রাফসান (২২) নামের একজনকে ১ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ। সদর উপজেলার ৪নং তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি কর্মচারী মজিবর ফুটবল মার্কার এজেন্ট হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুলউল্লাহ্ মজুমদার ১০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএইচ/

Exit mobile version