Site icon Jamuna Television

নতুন ইসি কুসিকে সুষ্ঠু নির্বাচনের আশা জাগালেও তা পারেনি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে করার চেষ্টা করবে বলে অনেকের মনে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু তার কিছুই হয়নি।

বুধবার (১৫ জুন) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আরও বলেন, সরকারের কারণেই সরকার দলীয় একজন এমপি কুমিল্লায় অবস্থান করছেন। নির্বাচন কমিশনের চিঠি দেয়ার পরও তিনি এলাকা থেকে বের হননি। এ বিষয়ে নির্বাচন কমিশন অসহায়ত্ব প্রকাশ করেছে। সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

/এমএন

Exit mobile version