Site icon Jamuna Television

জয়পুরহাটে মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: সংগৃহীত

জয়পুরহাট প্রতিনিধি:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় জয়পুরহাটে আরশেদ আলী রাশেদ (৫৮) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

বুধবার (১৫ জুন) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক গোলাম সোরোয়ার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আরশেদ আলী রাশেদ পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুরের মৃত মজিবুর রহামানের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ নভেম্বর জয়পুরহাট পাঁচবিবির পূর্ব রামচন্দ্র বসত বাড়ির নিজ শয়ন কক্ষে আরশেদ আলী তাহার পরিহিত প্যান্টের পকেটের মধ্যে হিরোইন রাখে। এ সময় আরশেদ আলী প্যান্টের পকেটে হতে ৪০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়। পরে আদালতে মামলাটির বিচার শুরু হয়। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত আজ রায় ঘোষণা করেন।

ইউএইচ/

Exit mobile version