Site icon Jamuna Television

সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি।

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেয়া হয়েছে। বুধবার(১৫ জুন) দুপুরে তাকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়।

গত শনিবার (১১ জুন) বিকেলে এক প্রেস বিফ্রিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়া মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। হার্টের পরীক্ষায় তার একাধিক ব্লক ধরা পড়েছে। এরমধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। এরপর সফলভাবে একটি রিং পরানো হয়েছে তার হার্টে।

প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাতে সাবেক এ প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার দলের পক্ষ থেকে বলা হয়, আগের দিন থেকে তার হার্টে কিছু সমস্যা হয়। তবে খালেদা জিয়া কাউকে কিছু জানাননি। শুক্রবার সন্ধ্যায় চেকআপ করতে গিয়ে তার হার্টের সমস্যা পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়া হয়। ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

/এমএন

Exit mobile version