Site icon Jamuna Television

ইডির টানা তৃতীয়দিনের জিজ্ঞাসাবাদের মুখে কংগ্রেস নেতা রাহুল গান্ধি

ছবি: সংগৃহীত।

অর্থ আত্মসাৎ মামলায় টানা তৃতীয়দিনের মতো ভারতীয় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বুধবার (১৫ জুন) জিজ্ঞাসাবাদের জন্য তিনি হাজির হন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি’র কার্যালয়ে। খবর ইন্ডিয়ার এক্সপ্রেসের।

এ সময়, তার সাথে ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় অন্যান্য নেতারা। পরিস্থিতি মোকাবেলায়, মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। এর আগে, মঙ্গলবার প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টা নাগাদ ইডি কার্যালয় থেকে বের হন রাহুল।

সোমবারও চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এদিকে, রাহুল গান্ধিকে হেনস্তার অভিযোগে বিক্ষোভ অব্যাহত রাজধানী নয়াদিল্লিসহ অন্যান্য রাজ্যে। নতুনভাবে আটক হয়েছেন শচীন পাইলটসহ কংগ্রেসের একাধিক নেতা।

এসজেড/

Exit mobile version