Site icon Jamuna Television

ঢাকায় জমি-ফ্ল্যাটওয়ালারা সবাই কালো টাকার মালিক: অর্থমন্ত্রী

ঢাকায় যাদেরই জায়গা, বাড়ি বা ফ্ল্যাট আছে, সবাই কালো টাকার মালিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেন, এর পেছনে সরকার দায়ী। আমাদের সিস্টেম দায়ী।

বুধবার (১৫ জুন) সরকারি ক্রয় কমিটির সভার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, যে জমি আপনি কিনবেন, সেই জমি অল্প দামে রেজিস্ট্রি করতে হবে। যেই দামে কিনবেন, তার চেয়ে কম দামে রেজিস্ট্রি করতে হবে। আপনি বেশি দাম দিয়ে রেজিস্ট্রি করতে পারবেন না। কারণ, প্রত্যেকটা মৌজায় দাম ঠিক করে দেয়া আছে। এর চেয়ে বেশি দামে রেজিস্ট্রি করা যায় না। এই যে বেশি দামে রেজিস্ট্রি করা যায় না, এখানেই তো কালো টাকা হয়ে আছে।

অর্থমন্ত্রী আরও বলেন, কালো টাকা যখন দেশে আনার চেষ্টা করি তখন বলা হয় কালো টাকা সাদা করার ব্যবস্থা করা হচ্ছে। আমি বার বার বলি এটা অপ্রদর্শিত টাকা, লাজ লজ্জার কিছু নেই, সরকার দায়ী এর জন্য। বাস্তবতা হচ্ছে, যে ফ্ল্যাট ২ কোটি টাকায় রেজিস্ট্রি হচ্ছে তার দাম ১০ কোটি টাকা।

ইউএইচ/

Exit mobile version