Site icon Jamuna Television

১০৪ ঘণ্টা পর গভীর কুয়া থেকে জীবিত উদ্ধার ভারতের সেই শিশু

উদ্ধারকৃত শিশু। ছবি: সংগৃহীত।

১০৪ ঘণ্টার রূদ্ধশ্বাস অভিযানের পর অবশেষে ৮০ ফুট গভীর কুয়া থেকে উদ্ধার পেলো ভারতের ছত্তিশগড়ের শিশু রাহুল সাহু। বুধবার (১৫ জুন) স্থানীয় সময় ভোরে ১০ বছরের শিশুটিকে অন্ধকার কুয়া থেকে বের করা হয়। খবর এনডিটিভির।

এই উদ্ধারকাজে যোগ দিয়েছিলো জাতীয় ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সেনাবাহিনী এবং রাজ্য প্রশাসন। প্রায় ৫০০ জন উদ্ধারকর্মী অংশ নেন উদ্ধার কাজে। খোঁড়া হয় গভীর কুয়ায় ঢোকার পথ। পাশাপাশি সরবরাহ করা হয় অক্সিজেন ও তরল খাবার।

উদ্ধারকাজ যতোটা নাটকীয় ছিল, ততোটাই বিপজ্জনক ছিল রাহুলের কুয়ায় থাকার অভিজ্ঞতা। সেখানে বিষধর সাপ আর ব্যাঙের উপস্থিতিতে ঝুঁকি ছিল। সাপের কামড়ে হতে পারতো মৃত্যুও। গত শুক্রবার খেলার ছলে বাড়ির পাশের কুয়োর পড়ে যায় রাহুল। এরপরই পরিবারের আহ্বানে উদ্ধার অভিযানে নামে যৌথ বাহিনী।

ভারতীয় সেনার মুখপাত্র গৌতম সুরি বলেন, কোনো সন্দেহ নেই এই অভিযান চরম চ্যালেঞ্জিং ছিল। তবে যৌথ উদ্যোগ, সবার অভিজ্ঞতা এবং মতামত কাজে লেগেছে। অবশেষে সাফল্য পেয়েছি আমরা। শিশুটিও বেশ সুস্থ, হাসপাতালে দেয়া হবে প্রাথমিক সেবা।

এসজেড/

Exit mobile version