Site icon Jamuna Television

এফএ কাপ শিরোপা চেলসির ঘরে

অষ্টম বারের মতো ইংলিশ এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে চেলসি। ফাইনালে এডেন হ্যাজার্ডের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ব্লু’রা।

ম্যাচের একমাত্র গোলটি আসে ২২ মিনিটে। ম্যানচেস্টার উইনাইটেডের ফিল জোন্স ডি বক্সের ভিতর এডেন হ্যাজার্ডকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে জালে বল জড়ান হ্যাজার্ড। লন্ডনের ওয়েম্বি স্টেডিয়ামে বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।

Exit mobile version