Site icon Jamuna Television

৩০ বছর পর জার্মান কাপের শিরোপা জিতলো ফ্রাঙ্কফুর্ট

ফেভারিট বায়ার্ন মিউনিখকে হারিয়ে ৩০ বছর পর জার্মান কাপের শিরোপা জিতলো ফ্রাঙ্কফুর্ট। ফাইনালে তাদের জয় আসে ৩-১ গোলে।

বার্লিনে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। গোল করেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড আন্দ্রে রেবিচ। ৫৩ মিনিটে সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। স্কোরশিটে নাম তোলেন রবার্ট লেভানদভস্কি। জার্মান পরাশক্তিদের হতাশ করে ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রেবিচ। এরপর একের এক আক্রমণ চালিয়েও গোল পায়নি ম্যাচে ফিরতে মরিয়া বায়ার্ন। উল্টো ইনজুরি টাইমে আরও এক গোল করে পঞ্চমবারের মতো জার্মান কাপ জিতে নেয় ফ্রাঙ্কফুর্ট। এই হারে টানা দ্বিতীয়বার ‘ডাবল’ জেতা হলো না বাভারিয়ানদের।

Exit mobile version