Site icon Jamuna Television

ইসরায়েলি বর্বরতায় নিহত ফিলিস্তিনিদের পরিবারকে অর্থ সহায়তা দেবে তুরস্ক

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় নিহত ফিলিস্তিনিদের স্বজন ও আহতদের জন্য অর্থ সহায়তার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। শনিবার দেশটির উপ-প্রধানমন্রী রিসেপ আকদাগ এ ঘোষণা দেন।

এ ব্যাপারে এগিয়ে আসার জন্য সাধারণ তুর্কিদের প্রতি আহ্বান জানান তিনি। সরকারি উদ্যোগে এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা। জনসাধারণকে এসএমএস এর মাধ্যমে পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ১২ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তার পরিকল্পনা করছে আঙ্কারা। তাদের এ প্রকল্পে যুক্ত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এসব অর্থ দিয়ে জরুরি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে গাজা উপত্যকায়।

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপনের প্রতিবাদে গাজা সীমান্তে প্রতিবাদে জড়ো হয় ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাদের নির্বিচার গুলিবর্ষণে নিহত হয় ৬৪ ফিলিস্তিনি। এরপর আহতদেরকে তুরস্কে এনে চিকিৎসা দেয়ার উদ্যোগ নিলে তুর্কি বিমানকে বাধা দেয় ইসরায়েল ও মিশর।

Exit mobile version