Site icon Jamuna Television

অর্ধকোটি টাকার মাদকসহ গ্রেফতার ২৩

কামাল হোসাইন, নেত্রকোণা

নেত্রকোণা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও যৌনকর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৫০ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়। শনিবার দিবাগত রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ীরা হলেন- শহরের চকপাড়াা এলাকার মেজবাহ উদ্দিন রিগান (২৮) তার ভাই পঙ্কজ মোল্লা (২৫) উকিলপাড়া এলাকার হুমায়ুন কবির (৪৫), পশ্চিম মদনপুর গ্রামের মো. নয়ন (২৮), কাটলি এলাকার হীরা (৩৬), অনন্তপুর গ্রামের মাসুম (৪৫) ও ঠাকুরাকোণা গ্রামের চাঁন খাঁ (৪৮)। এছাড়াও বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন খান জানান, অভিযানে ৫০ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫০২ গ্রাম হেরোইন, ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা। আটক প্রত্যেকের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version