Site icon Jamuna Television

৭ মার্চের ভাষণ সংবিধানে অন্তর্ভুক্তিতে শতাধিক ভুল

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সংবিধানে অন্তর্ভুক্তির ক্ষেত্রে শতাধিক ভুল পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়।

২০২০ সালে সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের লিখিত রূপে কোনো ভুল আছে কিনা তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। সেসময় বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনাও দেয় আদালত। যারা ভাষণটি সরাসরি শুনেছেন তাদেরকেও কমিটিতে রাখার নির্দেশ দেয়া হয়। তারই প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের এই কমিটি সংবিধানে লিখিত রূপের নানা দিক পর্যালোচনা করে আদালতে প্রতিবেদন দাখিল করে। যেখানে শতাধিক ভুলের কথা উল্লেখ করা হয়।

ইউএইচ/

Exit mobile version