Site icon Jamuna Television

পদ্মাসেতু উদ্বোধনের প্রস্তুতি শেষের পথে

পদ্মাসেতুর বর্ণিল উদ্বোধনের জন্য দুই পাড়ের প্রস্তুতি প্রায় শেষ। এখন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ সেতুতে চলাচলের অপেক্ষায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

পদ্মাসেতুর উদ্বোধনের পর শিবচরের কাঠালবাড়ি ঘাটে অনুষ্ঠিতব্য জনসভাস্থল পরিদর্শন করেন মন্ত্রী। তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ১৫ থেকে ২০ লাখ মানুষের জন্য জনসভাস্থলে সার্বক্ষণিক নিরাপদ ও সুপেয় পানি এবং পয়োনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

এসময় স্থানীয় সংসদ সদস্য ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, জনসভা ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। দক্ষিণের ২১ জেলাসহ সারাদেশ থেকে বাস, ট্রেন ও লঞ্চভর্তি করে আসা মানুষে পদ্মাসেতুর উদ্বোধনী জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

এসময় উদ্বোধনের পর ২৬ জুন থেকে সেতুতে যান চলাচল শুরু হলে শুধু পদ্মার দুই পার না, গোটা বাংলাদেশ এই সেতুর উপকারভোগী হবে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী।

/এডব্লিউ

Exit mobile version