Site icon Jamuna Television

ক্ষতিপূরণ পেলেন হাদিসুরের পরিবার, ভাইকে দেয়া হলো চাকরি

বাংলাদেশী জাহাজ এম ভি বাংলার সমৃদ্ধিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যুবরণকারী প্রকৌশলী হাদিসুর। (ফাইল ছবি)

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশী জাহাজ এম ভি বাংলার সমৃদ্ধিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যুবরণকারী প্রকৌশলী হাদিসুরের পরিবার এবং অন্যান্য নাবিক ও কর্মকর্তাদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে সাত কোটি টাকার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে বাংলাদেশ শিপিং করপোরেশন ভবনে চেক হস্তান্তর করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুধু তাই নয়, নিহত হাদিসুরের ভাইকে শিপিং করপোরেশনে চাকরি দেয়া হয়েছে৷

এ সময় প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে হাদিসুরের মরদেহ ও জীবিত নাবিকদের ফিরিয়ে এনে বাংলাদেশ কূটনীতিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। এগুলো ছাড়াও দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের মধ্যে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হচ্ছে আমাদের বলে মন্তব্যও করেন তিনি।

/এসএইচ

Exit mobile version