অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিনকে অর্থ বিভাগের সিনিয়র সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। আগামী ১১ জুলাই থেকে তার নিয়োগ কার্যকর হবে। ফাতিমা ইয়াসমিন বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।
বৃহস্পতিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাকে নতুন অর্থসচিব করার কথা জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিনকে অর্থসচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।
এর আগে অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে।
/এডব্লিউ

