Site icon Jamuna Television

জয়পুরহাটে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে মায়া আক্তার (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মায়া কালাই পৌরসভার পূর্ব সড়াইল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার জন্য মায়া আক্তার ২ বছর যাবত নানার বাড়ি পুনট পাঁচগ্রাম মৃধা পাড়ায় থাকত। সে পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত। বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে ফিরে ওই এলাকার একটি পুকুরে সহপাঠীদের নিয়ে গোসল করতে যায়। পরে সাঁতার না জানায় পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানির ভেতর থেকে থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।

এটিএম/

Exit mobile version