Site icon Jamuna Television

হিলিতে আমদানিকৃত চাল মজুদ ও ক্ষতিকর কীটনাশক স্প্রে করায় ব্যবসায়ীকে জরিমানা

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা চালের গুদামে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় দীর্ঘদিন ধরে চাল মজুদ করে বিক্রি না করে মানবদেহের জন্য ক্ষতিকর কীটনাশক স্প্রে করার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া স্প্রে করা চাল ধ্বংসের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, হিলি স্থলবন্দরের চাল ব্যবসায়ী নবিবুল ইসলাম ভারতীয় আমদানি করা চাল বাজারে সরবরাহ না করে দীর্ঘ ৯-১০ মাস ধরে তার নিজস্ব গুদামে মজুদ করে রেখেছেন। দুপুরে এমন খবর পেয়ে হিলি স্থলবন্দরের পালপাড়া এলাকায় নবিবুলের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় চালের পোকা মারার জন্য মানবদেহের জন্য ক্ষতিকর কীটনাশক স্প্রে করা এবং দীর্ঘদিন ধরে চাল মজুদ করার অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে যে চালগুলোতে কীটনাশক স্প্রে করছিলেন সেগুলো ধ্বংস করার নির্দেশনা দেয়া হয়েছে।

এটিএম/

Exit mobile version