Site icon Jamuna Television

দুঃসহ স্মৃতির মাঠে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ টেস্ট দল। ফাইল ছবি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ বৃহস্পতিবার (১৬ জুন) মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম ইনিংসে বড় সংগ্রহের প্রত্যাশা নিয়ে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই মাঠে ২০১৮ সালে অবশ্য ৪৩ রানে অল আউট হওয়ার দুঃসহ স্মৃতি আছে বাংলাদেশের। তবে অতীত ভুলে এগিয়ে যেতে চায় সাকিব আল হাসানের বাংলাদেশ। অ্যান্টিগার এবারের উইকেট আগের বারের চাইতে ভিন্ন; তাই এখানে প্রথম ইনিংসে ভাল ব্যাট করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

দেশের মাটিতে সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে পেসারদের বিরুদ্ধে ব্যাটিংয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। তার ওপর এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি। তার বদলে এনামুল হক বিজয় ডাক পেলেও প্রথম টেস্টে খেলা হবে না তার। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বিমান ধরবেন তিনি।

ইনজুরি আক্রান্ত টাইগারদের পেস ডিপার্টমেন্টও। এই সফরে দলের সাথে নেই তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাই পেস ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবেন মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

দলের এমন পরিস্থিতিতে সম্ভাব্য একটি একাদশ দাঁড় করেছে জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। তিন পেসার নিয়ে সাজানো হয়েছে দল।

সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

জেডআই/

Exit mobile version