Site icon Jamuna Television

সোলায়মান ইসলাম (কাচু) মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী

গাইবান্ধা সদর কামারজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলায়মান ইসলাম (কাচু) মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে ২০মে অসময়ে পৃথিবী ছেড়ে চলে যান তিনি।

জল, মাটি আর ব্রহ্মপুত্রের সাথে সখ্যতা ছিলো তার। কামারজানী ইউনিয়নের মানুষের সাথে মিশেছেন সহজভাবে। স্নেহ-ভালোবাসা আর নেতৃত্বের মিশেলে অসাধারণ মানুষটি আজীবন সাধারণ থাকতে চেয়েছেন অন্যদের কাছে।

অতিমাত্রায় ভাঙ্গনপ্রবণ এলাকার নেতা হওয়ায় নদীভাঙন রোধ ছিলো স্থানীয়দের প্রধান চাওয়া। সেই চাওয়ার মূল্য পরিশোধে সদা ব্যস্ত ছিলেন সোলায়মান ইসলাম (কাচু) মিয়া। বিরামহীন ঘুরেছেন সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে। রক্ষা করেছেন ঐতিহ্যবাহী কামারজানী বন্দর।

সরকারের বরাদ্দের দিকে চেয়ে না থেকে নিজের ঘরকেই বানিয়েছিলেন জনগণের সাহায্যের আঁতুর ঘর। বাবার অসমাপ্ত কাজ ও তার গড়া পথেই চলতে চায় ভালোবাসায় সিক্ত এ মানুষটির সন্তানরা। তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন তারা।

বিজ্ঞপ্তি/এএইচ

Exit mobile version