Site icon Jamuna Television

ছয় শূন্যের ইনিংসে একাই লড়লেন সাকিব, বাংলাদেশের সংগ্রহ ১০৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ছয়জন ব্যাটার রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেছেন। তারপরও উইকেটের একপ্রান্ত আগলে রেখেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শেষ পর্যন্ত তার অর্ধশতকেই ১০৩ রানের সংগ্রহ তোলে বাংলাদেশ।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টস জিতে বোলিং নেওয়ার যথার্থতা প্রথম ওভারেই বুঝিয়ে দেন সদ্যই ইনজুরি থেকে ফিরে আসা ক্যারিবিয় বোলার কেমার রোচ।

কেমার রোচের করা সেই ওভারের দ্বিতীয় বলে এনক্রুমাহ বোনারের হাতে ক্যাচ দিয়ে কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন জয়। রোচের এক্সট্রা বাউন্স বুঝতে না পেরে চতুর্থ স্লিপে ক্যাচ দেন তিনি।

দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও আঘাত হানেন রোচ। এবার শান্তকে বোল্ড করেন তিনি। রোচের গুড লেন্থে পড়া বল ব্যাট প্যাড গলিয়ে আঘাত করে শান্তর অফ স্টাম্পে। ফলে দলের রানে কোনো অবদান না রেখেই ফিরতে হয় তাকে।

তেড়েফুরে ব্যাটিং করে তামিম ম্যাচের নিয়ন্ত্রণ নিজেরদের দিকে আনা শুরু করলেও দলীয় ১৬ রানের মাথায় নিজের উইকেট বিলিয়ে আবারও বাংলাদেশকে চাপে ফেলেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। এবার আঘাত হানেন জেইডন সিলস। সেকেন্ড স্লিপে জার্মেইন ব্লাকউডকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তিনিও সেই ০ রানেই ফেরেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলীয় ১৬ রানে ৩ উইকেট হারালেও দুর্দান্ত কিছু শট খেলে দারুণ কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। তবে দলীয় ৪১ রানের মাথায় তামিম ইকবাল, একই রানে লিটন দাস ও ৪৫ রানের মাথায় নুরুল হাসান সোহান আউট হয়ে সাজঘরে ফিরলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

১৪ তম ওভারের শেষ বলে আলজেরি জোসেফের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। লেগ স্টাম্পের অনেক বাইরের বল ফ্লিক করতে গিয়েছিলেন তিনি। যাওয়ার আগে ২৯ রান করেন তামিম।

আর নিজের প্রথম ওভারে এসেই দুই উইকেট পান কাইল মেয়ার্স। ৪১ রানের মাথায় ১২ রান করা লিটনকে সেই উইকেটরক্ষকের হাতেই ক্যাচ দিতে বাধ্য করেন। অন্যদিকে সোহান নামার পর প্রথম বলে লেগবাইতে চার হলেও দ্বিতীয় বলে আর নিজেকে রক্ষা করতে পারেননি। মেয়ার্সের ওই ওভারের শেষ বলই ছাড়তে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

এরপর মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে ৩২ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। যদিও সেই জুটিতে মিরাজের সংগ্রহ ছিল মাত্র ২ রান। ৭৭ রানের মাথায় সিলসের বলে মিরাজ উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। দলীয় ৮‌১ রানের মাথায় শূন্য রানে আউট হন পেসার মোস্তাফিজুর রহমান।

এরপর ইনিংসের ৩২ তম ওভারে সিলসের বলে নিজের অর্ধশতক ও দলের একশ রানের গণ্ডি পার করেন সাকিব আল হাসান। তবে অর্ধশতকের পরপরই আউট হয়ে সাজঘরের পথ ধরেন বাংলাদেশ অধিনায়ক। আর শেষ ব্যাটসম্যান হিসেবে দলের রানে কোনো অবদান না রেখেই আউট হন খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন জেডন সিলস ও আলজেরি জোসেফ। দুইটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ ও কাইল মেয়ার্স।

স্কোরকার্ড

বাংলাদেশের প্রথম ইনিংস: ১০৩ (৩২.৫ ওভার)

সাকিব ৫১, তামিম ২৯, লিটন ১২

সিলস ৩৩-৩, জোসেফ ৩৩-৩, মেয়ার্স ১০-২, রোচ ২১-২

জেডআই/

Exit mobile version