Site icon Jamuna Television

আসামে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন ৪ জন

ভারতের আসামে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন ৪ জন। দুর্ভোগে ১১ লাখের বেশি মানুষ। বৃহস্পতিবার (১৬ জুন) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায় এ তথ্য।

নিহতদের সবাই রাজধানী গুয়াহাটির আশপাশের বাসিন্দা। বন্যার পানিতে ভেসে যান অনেকে, পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ব্রহ্মপুত্র-মানস-পুঠিমারি-কপিলি-গুরাংসহ স্থানীয় নদনদীগুলোর পানি অতিক্রম করেছে বিপদসীমা। বন্যার পানিতে ডুবে গেছে রাজ্যের ২৫টি জেলা। প্রায় ২০ হাজার হেক্টরের মতো ফসলী জমি তলিয়েছে বন্যার পানিতে। পাশাপাশি হচ্ছে ভূমিধসও। বন্ধ রয়েছে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। আসাম ও প্রতিবেশী মেঘালয়ে বহাল রয়েছে রেড অ্যালার্ট।

১৫ জুন থেকে রাজ্যগুলোতে শুরু হয় ভারী বর্ষণ। আগামী ২-ত দিন বৈরী বৃষ্টিপাত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া অধিদফতর। চলতি বছর পঞ্চমবারের মতো প্রলয়ঙ্কর বন্যার মুখোমুখি হলো আসাম। মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।

/এডব্লিউ

Exit mobile version