Site icon Jamuna Television

করাচিতে নির্বাচন ঘিরে সহিংসতায় নিহত কমপক্ষে ১

পাকিস্তানের করাচিতে উপ-নির্বাচন ঘিরে ছড়ানো সহিংসতায় প্রাণ হারালেন কমপক্ষে একজন। বৃহস্পতিবারের (১৬ জুন) এই অসন্তোষে আহত হয়েছেন অন্তত ১০ জন।

ডনের খবর বলছে, পার্লামেন্টের ২৪০ নম্বর আসন কোরাঙ্গিতে চলছিল ভোটাভুটি। কিন্তু কারচুপির অভিযোগে হঠাৎই ছড়ায় অসন্তোষ। এমন সময় গোলাগুলিতে প্রাণ হারান সাইফুদ্দিন কালিম নামের এক ব্যক্তি। গুলিবিদ্ধ বাকিদের স্থানীয় হাসপাতালগুলোয় চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সবাই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক।

এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে পাক সারজামিন পার্টি, পিএসপি এবং তেহরিক-ই-লাব্বায়েক পাকিস্তান, টিএলপি। দুই দলেরই অভিযোগ, প্রথমে গুলি ছুঁড়েছে বিরোধীরা। এদিকে এমকিউএম পার্টির অভিযোগ, ভোট চলাকালে তাদের ওপর কমপক্ষে ১০টি হামলা চালানো হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version