Site icon Jamuna Television

রাশিয়া ধোয়া তুলসী পাতা নয়, স্বীকার করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ধোয়া তুলসী পাতা না। তবে রাশিয়া যেমনই হোক, সেটা বিশ্বকে দেখাতে আমরা লজ্জাবোধ করি না। বৃহস্পতিবার (১৬ জুন) বিবিসিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমন কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ইউক্রেনের ওপর রাশিয়া আগ্রাসন চালাচ্ছে না, এমনটাই তার জোরালো দাবি। ল্যাভরভের বক্তব্য, ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি অপরাধের শামিল। আর সেটা পশ্চিমাদের বোঝানোর জন্যেই চলছে সামরিক অভিযান।

তাছাড়া দেশটিতে নব্য নাৎসিবাদ মাথাচাড়া দিচ্ছে বলেও মন্তব্য করেন ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুশ সেনারা মূলত ইউক্রেনীয় বাহিনীকে নাৎসিমুক্ত করার চেষ্টা চালাচ্ছে। তিনি বিবিসিকে তাগিদ দেন সেদেশের পূর্বাঞ্চলের বাসিন্দাদের ওপর চালানো অন্যায়-নির্যাতনের অভিযোগসমূহের সত্যতা উন্মোচনের।

গত চার মাসে কয়েক হাজার ইউক্রেনীয় বেসামরিক প্রাণ হারিয়েছেন রুশ হামলায়। গোটা দেশ পরিণত হয়েছে ধ্বংসস্তুপে, বাস্তুচ্যুত হয়েছে দেড় কোটির বেশি মানুষ।

/এডব্লিউ

Exit mobile version