Site icon Jamuna Television

উত্তর কোরিয়ায় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে পেটের অজ্ঞাত রোগ

অন্ত্রজনিত অজ্ঞাত রোগ আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে উত্তর কোরিয়ায়। বৃহস্পতিবার (১৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।

কেসিএনএ জানায়, করোনার কারণে দেখা দিচ্ছে এসব শারীরিক সমস্যা। একে টায়ফয়েড ও কলেরা বলে ধারণা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে এর ধরন বা বিস্তারের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে জানায়নি কর্তৃপক্ষ। এর ফলে মহামারির সংক্রমণে বিপর্যস্ত স্বাস্থ্য খাত আরও চাপে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে কঠোরভাবে কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশনা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি দেশটিতে আশঙ্কাজনক হারে ছড়াতে শুরু করে করোনা সংক্রমণ। এর প্রেক্ষিতে মে মাসে জরুরি অবস্থা জারি করে প্রশাসন। তবে টিকা ও চিকিৎসা সরঞ্জামের অভাবে মহামারির বিস্তার রুখে দেয়া কঠিন হয়ে পড়েছে দেশটির জন্য।

/এডব্লিউ

Exit mobile version