Site icon Jamuna Television

নারীরা শরীর ঢেকে না রাখলে তাদের পশুর মত দেখায়: তালেবান ধর্মীয় পুলিশ

ছবি: সংগৃহীত

তালেবান ধর্মীয় পুলিশ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার শহর জুড়ে পোস্টার লাগিয়ে জানিয়েছে যেসব মুসলিম নারীরা সম্পূর্ণভাবে শরীর ঢেকে রাখে না তাদের দেখতে পশুর মত দেখায়। বৃহস্পতিবার (১৬ জুন) একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

গেল আগস্ট মাসে ক্ষমতা দখলের পর তালেবান আফগান নারীদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া এর আগে চলতি বছরের মে মাসে দেশটির সর্বোচ্চ নেতা এবং তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নারীদের বাড়িতে থাকতে হবে বলে একটি ডিক্রিও জারি করেন।

চলতি সপ্তাহে তালেবান সরকারের প্রমোশন অফ ভার্চ অ্যান্ড প্রিভেনশন অফ ভাইস মন্ত্রণালয় কান্দাহার শহর জুড়ে পোস্টার লাগিয়েছে। যেখানে কালো বোরকার ছবি দেখানো হয়েছে।

এছাড়া পোস্টারগুলো শহরের বিভিন্ন দোকান, ক্যাফের বাইরে লাগিয়ে দেয়া হয়েছে। যাতে লেখা রয়েছে, যেসব মুসলিম নারীরা ইসলামি হিজাব পরছে না, কিংবা যারা নিজদের শরীর সম্পূর্ণ ঢেকে রাখছে না, তাদের দেখতে পশুর মত দেখাচ্ছে।

পোস্টারে আরও লেখা, ছোট ও আঁটসাঁট পোশাক পরা তালেবান প্রধানের জারি করা ডিক্রির বিরোধী। তবে এ বিষয়ে রাজধানী কাবুলের মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এটিএম/

Exit mobile version