Site icon Jamuna Television

সারাদেশে রাত ৮টার পর দোকানপাট বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ছবি: সংগৃহীত

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর সারাদেশে দোকানপাট বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। দোকান মালিকদের সাথে দ্রুত বৈঠক করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৬ জুন) এ বিষয়ে একটি চিঠি দিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে এই নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনপূর্বক সারাদেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ইত্যাদি খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে চিঠিতে।

/এম ই

Exit mobile version