Site icon Jamuna Television

বিশ্বব্যাংকের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত: বিইএ

বিইএ এর ভার্চুয়াল সভায় বক্তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত ষড়যন্ত্র ও কথিত দুর্নীতির অভিযোগ উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইকোনোমিক অ্যাসোসিয়েশন। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, এখন বিশ্বব্যাংকের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।

শনিবার (১৮ জুন) বাংলাদেশ ইকোনোমিক অ্যাসোসিয়েশন-বিইএ আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায় সংস্থাটি।

অনুষ্ঠানে অংশ নেয়া বক্তারা জানান, অর্থনীতিবিদ আবুল বারাকাতের উপস্থাপিত গবেষণামুলক তথ্য উপাত্তের ভিত্তিতে পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। এই স্থাপনা এখন বিশ্ব দরবারে বাংলাদেশকে বিশেষভাবে উপস্থাপন করছে বলে জানান তারা।

এ সময় বিইএ’র পক্ষ থেকে পদ্মাসেতুুর বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বক্তারা জানান, বিশ্বব্যাংক কথিত দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুুর বরাদ্ধ বাতিল করেছিল। তারা বাংলাদেশকে নতজানু করে রাখতে প্রতিশ্রুত ঋণচুক্তি বাতিল করেছিল। এখন বিশ্বব্যাংকের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও জানান তারা।

/এসএইচ

Exit mobile version