Site icon Jamuna Television

ময়মনসিংহে নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ৩ ইউনিয়ন

ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। প্রায় ৫শ’ মানুষ পানিবন্দি হয়ে পরেছে।

গতকাল (১৭ জুন) অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। এসময় ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানায়, গতকাল পাহাড়ি ঢলে খাগগড়া গ্রামে পানি ঢোকে। ঘোষগাঁও নির্মাণাধীন বেড়িবাঁধ ও নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে উপজেলার দক্ষিণ মাইজপাড়া, ঘোষ-গাঁও ও পুরাকান্দুলিয়া ইউনিয়নের প্রায় পাঁচশতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পানিবন্দিদের শুকনো খাবার সহায়তা করা হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে দশ টন চাল ও দুই লাখ টাকা বরাদ্দ চেয়েছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন- সিলেট-সুনামগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন

এনবি/

Exit mobile version