পাহাড়ি ঢলে হাওড়া নদীর বাঁধ ভেঙে দ্বিখণ্ডিত সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন আখাউড়া

|

হাওড়া নদীর বাঁধ ভেঙে দ্বিখণ্ডিত রাস্তা।

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে। ফলে আখাউড়ার সীমান্তবর্তী দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।বিশেষ করে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার সংলগ্ন আড়িয়াল গ্রামের সড়কটি দ্বিখণ্ডিত হয়ে পড়েছে।  

শনিবার (১৮ জুন) ভোরে প্রবল বেগে আসা পানিতে সড়কটি দ্বিখণ্ডিত হয়। এতে করে এ সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি হাওড়া নদীতে এসে পড়ছে। ফলে শনিবার ভোরে কর্নেল বাজার-আইড়ল সড়কের আইড়ল এলাকায় সড়কটি দ্বিখণ্ডিত হয়ে য়ায়। এর ফলে আশপাশের এলাকায় পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম জানান, ১০-১২টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। ২৮টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পাশপাশি তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply