Site icon Jamuna Television

নরসিংদীর হাট থেকে বন্যপাখি উদ্ধার, বিক্রেতা পলাতক

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর শিবপুরের পুটিয়া হাটে বিক্রির সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অভিযানে ৯০টি বন্য পাখি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানার নেতৃত্বে প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পাখি বিক্রেতা পালিয়ে গেলেও ৩০টি শালিক, ২০টি ঘুঘু, ১০টি টিয়া, ২৮টি মুনিয়া, ২টি মাছরাঙা উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, মোট ৯০টি বন্য পাখির মধ্যে ৭৬টি পাখি প্রকৃতিতে অবমুক্ত করেছি আমরা। বাকি ২৪টি পাখি বাচ্চা বিধায় আমরা তা পালনের জন্য রেখেছি। প্রকৃতিতে উড়তে পারার সক্ষমতা হলে এগুলোও অবমুক্ত করা হবে।

এটিএম/

Exit mobile version