Site icon Jamuna Television

মায়ের শততম জন্মদিনে পা ধুইয়ে দোয়া চাইলেন মোদি

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (১৮ জুন) মা হীরাবেন মোদির জন্মদিন উপলক্ষে গুজরাটের গান্ধীনগরে তার সাথে দেখা করেছেন। মায়ের জন্মদিনে মোদি তার মায়ের কাছে দোয়া চেয়েছেন এবং মায়ের পা ধুয়ে দিয়েছেন।

১৯২৩ সালের ১৮ জুন জন্ম নেয়া হীরাবেন মোদি শনিবার তার জীবনের ১০০ তম বছরে পদার্পণ করেছেন।

মায়ের শততম জন্মদিনে ব্লগ পোস্ট লিখেছেন মোদি। তিনি লেখেন, মা নিছক একটি শব্দ নয়। এক বিপুল আবেগের সূচক। ভালবাসা, ধৈর্য্য, বিশ্বাস এবং আরও অনেক কিছু। বিশ্ব জুড়ে, দেশ, কাল, ভুগোলের সীমা ছাড়িয়ে প্রতিটি শিশুর তার মায়ের প্রতি এক বিশেষ স্থান থাকে। মা শুধু তার শিশুকে জন্মই দেয় না, তাকে বড় করে তোলেন। নিজের পায়ে দাঁড়াতে শেখান। মনে আত্মবিশ্বাসে জোগান। আর তার জন্য মায়েদের অনেক আত্মত্যাগ করতে হয়।

গান্ধিনগরের মূল শহরের কাছেই রায়সান এলাকার ছোট ছেলে পঙ্কজ মোদির সাথে থাকেন হীরাবেন। শততম জন্মদিনে তার প্রতি সম্মান জানাতে রায়সান এলাকার হীরাবেনের বাড়ির সামনের ৮০ মিটার লম্বা রাস্তার নাম ‘পূজ্য হীরাবা মার্গ’ রাখা হয়েছে।

/এনএএস

Exit mobile version